বদলে গেছি
-------------- ডেইজী আশরাফ তুমি সরে হয়েছো আমার জীবন থেকে ক্ষয় সব কেড়ে নিয়েছে বাস্তবতারডেইজী আশরাফ |
কঠিন সময়। তুমি কেন এখনো আসতে চাও আমার স্বপনে আমি তো ঝেড়ে ফেলেছি তোমাকে শুন্যতার ই ভুবনে। বদলে গেছি অনেক আমি বদলেছে যে সময় এখন আমি ভুলে গেছি তোমার পরিচয়। এখন তোমাকে দেখলে ফিরিয়ে নেই আমার মুখ এখন আর ভালো লাগায় ভরেনা আমার বুক।