জীবন কবিতা
গোবিন্দ মোদক
কবিতা কি কাউকে ধনী করে ? জানা নেই।
কবিতা কি কাউকে দরিদ্র করে ? জানা নেই।
কবিতা কি কাউকে অশান্ত করে ? জানা নেই ।
কবিতা কি কাউকে ধ্যানমগ্ন করে ? জানা নেই।
কবিতা কি কাউকে সুখী করে ? জানা নেই।
কবিতা কি কাউকে দুঃখী করে ? জানা নেই।
কবিতা কি কাউকে ঘরকুনো করে ? জানা নেই।
কবিতা কি কাউকে ঘরছাড়া করে ? জানা নেই।
কবিতা কি কাউকে সমৃদ্ধ করে ? জানা নেই।
কবিতা কি কাউকে রিক্ত করে ? জানা নেই।
কবিতা কি কাউকে আশাবাদী করে ? জানা নেই।
কবিতা কি কাউকে হতাশ করে ? জানা নেই।
কবিতা কি কেউ সৃষ্টি করতে পারে ? জানা নেই।
কবিতা কি কেউ বিনাশ করতে পারে ? জানা নেই।
কবিতা কি কারো জীবনে প্রেরণা হয় ? জানা নেই ।
কবিতা কি কারো জীবনে বোঝা হয় ? জানা নেই।
তবুও কবিতা লেখা হয়, লেখা হয়েছে, লেখা হবে!
কবির ভাবনা শতদলে
এক অনিবার্য উপস্থিতি হলো কবিতা
যা দেশের কাল ভাষার সীমানা মানে না।
জীবন-ই কবিতা। কবিতা-ই জীবন।