শিরোনাম - অদ্ভুত সফর কলমে - কমল ঘোষ ঠিকানা - গ্রাম - মালঞ্চ, ডাকঘর - রাখাজঙ্গল, জেলা - পশ্চিম মেদিনীপুর, সূচক - ৭২১৩০১, পশ্চিমবঙ্গ, ভারত, মোবাইল নাম্বার - 9679969437 অদ্ভুত সফর কমল ঘোষ সেখানে গিয়ে দেখলাম আমি অবাক এক দৃশ্য, মৌন সবাই, করে শুধু কাজ, নেই কোন সাধু-শিষ্য। সজ্ঞানে যারা স্বর্গে গিয়েছেন তারাই আছেন সেথা, তারা দেখেছেন ঈশ্বর এক, লড়াই করা বৃথা। সোনা - রূপার পাহাড় আছে, হীরে মুড়ি - মুড়কির মত, খায় আর পরে, গায় গান তারা, দেখে না ওসব অত! আমি ভেবেছিলাম - চট্ করে এর সরিয়ে নেব কিছু, সবাই তারা করলে তাড়া আমার পিছু পিছু। ধপাস করে সেখান থেকে গেলাম নীচে পড়ে, মঙ্গলে আমি পৌঁছে গিয়েছিলাম খাটিয়াতেই চড়ে। বাদবাকি যা দেখেছিলাম ঐ ওখানে গিয়ে, শুয়ে শুয়ে আর হল না স্মরণ চাদরমুড়ি দিয়ে। চিৎকার শুনে ছুটে আসে সব, দেখে আমি কূপোকাত, ঘুমের ঘোরে খাট থেকে পড়ে ভেঙেছে মোর হাত। সবাই বলে - হলটা কি? আমি বলি বারবার - মঙ্গল যান ভেঙে পড়েছে, তার বেশী কি আর! হো-হো করে সব, আমি হতবাক, ঘেমে-নেয়ে একাকার, দেখেছি শুধু, তুলি নি ছবি, তাই হয়ে গেল হার! মোবাইলখানা সাথে ছিল ঠিকই, হয় নিকো ছবি তোলা, |