Ads Area

বর্ষাকালের রূপ - রেজাউল করিম রোমেল

 বর্ষাকালের রূপ 

----------------------
রেজাউল করিম রোমেল 
----------------------------------

বর্ষাকালের বৃষ্টি তে
সুর ছন্দের সৃষ্টি তে।


ঝিরিঝিরি বাতাস বয়
মনে প্রাণে দোলা দেয়।

আহা কি অপরূপ 
বর্ষাকালের রূপ। 

ছল-ছল কল-কল 
পানির ফোয়ারা
খুশিতে মন 
হয় আত্মহারা।

-----------------------------------------------
রেজাউল করিম রোমেল। 
রেজাউল করিম রোমেল
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি, 
যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪।
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area