প্রকৃতির প্রতিশোধ
১৬ জুলাই ২০২২
প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে
তথাকথিত উন্নত দেশের কার্বন নিঃসরণ
ভুগাচ্ছে ধরণীর সব প্রাণকে।
আষাঢ়ের শেষ ভাগে বইছে তাপ দাহ ভোগছে
তাবৎ গরীব মধ্য বিত্তরা,বড় লোকেরা আয়েশ
করছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায়।
তৃপ্তির ঢেঁকুর তুলে দাবড়ে বেড়ায় নশ্বর দুনিয়ায়
রাত বাড়লে নামে খুশির ফোয়ারা ঐ ভদ্র পল্লীতে।
চলে নানা খিস্তি খেউড়, হাসফাস করে বাঁচা দায়
হয়ে পড়েছে।রফিকুল ইসলাম মানিক
যুদ্ধের বাহানায় বাড়ন্ত নিত্য পণ্যের দাম, একদিকে
শূন্য হচ্ছে গরীবের পকেট, ভারী হচ্ছে ধনকুবের
ভল্ট।
নিরবতার গাম্ভীর্যতা ভুলে যখন
একটা ঘাসফুল কিংবা একখন্ড মেঘ,
আমি তখন রোদ্র ডাকি আয় চোখে, এদের বিরুদ্ধে শব্দ লিখি
ঘুমহীন এই জীর্ণ শহরে জেগে থাকে জীবন্ত লাশ ,
ল্যাম্পপোস্টের নিচে জেগে থাকে
আলোছায়ার সম্মোহনে প্রান্তিক শহর।
প্রকৃতির প্রতিশোধ - রফিকুল ইসলাম মানিক
জুলাই ১৮, ২০২২
0