Ads Area

প্রেমের ছুঁয়া - শুভ্র মাহমুদ

কাজল কালো আঁখি তোমার,মায়া ভরা চাউনি, কেশ কালো চুল তোমার মুগ্ধ করা গ্রান
তীরের মতো নাক তোমার, নজর কাড়া হাসি তোমার, মুক্তা ঝরে ক্ষনে ক্ষনে,সব কিছু তোমার ভালোবাসা আমার মনের অন্তরালে যদি দাও ফিরিয়ে, ভালোবাসা মিথ্যে হবে, যদি নাও বুকে, ভালোবাসার মায়া জালে পাড়ি দিবো সাত সমুদ্র,ভ্রমণ করবো বিশ্বমহল,চাতক পাখির মতো উড়বো দুজন ঘুরবো দুজন বাঁধা আসবে যতো, কিসের বাঁধা?কিসের বিরোধ?ভালোবাসার শ্রেষ্ঠ সুখে;হারিয়ে যাবো মনের সুখে প্রেমের ছোঁয়া যে লাগলো মনে,তুমি আমার স্বপ্ন,তুমি আমার আশা,তোমায় নিয়ে বাঁধবো বাসা ভালোবাসার রঙ মহলে যদি বুঝো,দেহের রূপে পড়েছি তোমার প্রেমে!! ভুল তুমি,ভুল তুমি,মনের রূপের প্রেমিক আমি, ভালোবাসার মায়া ডুবে;ভালোবাসবো জীবন ভরে,ভালোবাসি আমি তোমারে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area