তুমি
আসাদুজ্জামান মানিক তোমার মাঝে দেখি সম্ভাবনা অপার খুলে দাও তুমি তার দ্বার তুমি হবে আলোকবর্তিকা তুমি আমাদের অহংকার। সোনালী সময়ে এসে পৌছেছো তুমি,সময় এখন তোমার নাও কুড়িয়ে নাও আছে যত অজানা জ্ঞান ভান্ডার। জ্ঞানই শক্তি,জ্ঞানই মুক্তিআসাদুজ্জামান মানিক |
জ্ঞান চিরায়ত সত্য জ্ঞান স্বপ্ন জ্ঞান সাধনা জ্ঞান -ই অমৃত। তাই ত বলি তোমারে আমি প্রকৃত মানুষ হয়ে আমাদের মনে আর ইতিহাসে যাবে তুমি রয়ে। কবি পরিচিতি মোহাম্মাদ আসাদুজ্জামান মানিক, ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সৈয়দ আলী এবং মাতা মরহুমা আনোয়ারা বেগম। ২০০৯ সালে মাতার মৃত্যুর পরই সাহিত্যে পদার্পণ করেন। ২০১৯ সালে বাবার মৃত্যুর পরই সম্পুর্ন মনোনিবেশ করেন সাহিত্যে।বর্তমানে তিনি গাইবান্ধা সরকারি কলেজ এ অধ্যয়নরত। পাচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন।
রুমমেট অসাধারণ লিখেছেন আপনি।।। সামনে আরো ভালো কিছু পাব বলে আশা রাখছি
উত্তরমুছুন