ডেইজী আশরাফ
তুমি আমার ------------ তুমি আমার অপ্রকাশিত কবিতার পংতি হৃদয় স্পন্দন তুমি আমার ধমনিতে বওয়া উস্ন প্রীতির বন্ধন। আমার তুমি অন্ধ দৃষটির অদেখা সুখের স্বপ্ন ফাগুন মাসে কোকিল ডাকা অজানা সুখের লগ্ন।তুমি আমার |
আমি তোমাকে বানিয়েছি পংগু পদের চলত শক্তি তুমি আমার বন্ধ গুহা হতে সদ্য পাওয়া মুক্তি । তুমি আমার হিম দেহের তাপ সঞ্চারিনী তুমি স্বর্গ তুমি নরক আমার দিক দর্শনী।