Ads Area

ফাইয়াজ ইসলাম ফাহিম’র দুটি কবিতা

 ফেসবুকের মেয়েদের ভাব

দেখলে মাথা হয় টাল,
ফর্সা - কালা, চিকনী - টেপলি
সবার বড্ড ঝাল।

ফেসবুকের মেয়েরা
সবাই সানি লিওনের বোন
বাস্তবে কিছু নেই
ফেসবুকে যৌবনের মহাজন।

ফেসবুক মেয়েদের 
যদি দেন একটু বার্তা,
ভাবের উত্তাপ বাড়ায়
তুমি যেন ফাত্রা।।

ফেসবুকের মেয়েদের 
প্রেমিকের নেই অভাব,
টুং -টাং ম্যাসেজ করে
নতুন ছেলে পেলে 
পাল্টে যায় স্বভাব।


ফেসবুকের মেয়েরা
খোঁজে শুধু  টাকাওয়ালা পোলা,
রুম ডেট করে ছেড়ে দেয়

শূন্য করে যৌবনের গোলা।


ফেসবুকের মেয়েদের নাই রে
ভাই কিছু,
টাকাওয়ালা ছেলে পেলে 
ধরে তার পিছু।

ফেসবুক মেয়েদের 
এড়িয়ে যাবো এই করেছি পণ,
ফেসবুকের মেয়েদের
কখনো দিবো না মন।

চমৎকার দুঃখ আমার পারি না ভুলতে
দুঃখ আমার মিশে গেছে মনের মূলেতে।
দুঃখ আমার আপন সঙ্গী দুঃখ আমার সব
দুঃখ ছাড়া সবাই আমারে দেয় ঢব।

চমৎকার দুঃখ আমার যায় না সে ছেড়ে
আনন্দ একটু আসলে দুঃখ যায় তেড়ে,
দুঃখের ভালবাসায় মুগ্ধ আমি
দুঃখের ভালবাসা আমার কাছে সব থেকে দামি।

চমৎকার দুঃখ আমার দিলো না আমায় ধোকা
আজীবন রইল আমার কাছে হয়ে বোকা।
দুঃখের সততা আছে সুখের সততা নাই
চমতকার দুঃখ তাই আজীবন চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area