Ads Area

গল্পের গরু - শান্তনু গুড়িয়া

 গল্পের গরু

শান্তনু গুড়িয়া

একটা ফুল এসে আমাকে ফুটিয়ে দিলো 
একটা পার্ক এসে বাদামের মতো ছাড়াতে লাগলো আমাকে
একটা পাখি এসে আমাকে এনে দিলো দানাপানি
একটা দড়ি এসে জড়িয়ে ধরে শুরু করলো টানাটানি 
কথা নেই বার্তা নেই, হঠাৎ একটা কবিতা এসে
আমাকে পড়তে শুরু করে দিলো সুর করে
যেন খুব মজা পেয়েছে, আমার ঘাড়ে ও বগলে কাতুকুতু দিতে লাগলো মেনি বিড়াল
তারপর হাঁ করে গিলতে এলো আমাকে বিশালাকার এক ভেটকি 
হিংস্র চোখে আঁশবটি এসে বসে গেল আমাকে কাটতে
আর সোল্লাসে রাঁধতে লাগলো আমায় হাতা-খুন্তি-কড়াই
বলছে দেখি হাংলা হুলো, জমিয়ে হবে ভোজ
এমন সময় জোরসে বেজে উঠলো অ্যালার্ম ঘড়ি ঘুমের ঘোরে গল্পের গরু গাছেতে উঠেছে চড়ি !

----------------------------------------------------------------
শান্তনু গুড়িয়া

 হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area