Ads Area

আলোচিত কবি জি জে আফরোজ’র নতুন কবিতা

GJ

তোমারি বিরহ প্রেমে
.
তোমারি বিরহ প্রেমে রহিবো আমি মাতিয়া স্বয়নে স্বপনে আছো কোন সে পথ চাহিয়া মালাখানি গাথিয়া রেখেছি কাল নিশি প্রহরে জড়িয়ে বাহুডোরে হৃদয় আলিঙ্গনে স্নিগ্ধ ভোরে। রহ তহ রহ রেখ সাজিয়ে বক্ষ পিঞ্জিরার ঘরে কাটিবে রাত্রি নিবাস কাটিবে জোৎস্নার তরে,,,,, তোমারি উষ্ণ প্রেমের আমি স্নিগ্ধ সুভাষিনী আশিস ও দগ্ধ ময়ী হীয়ারো পরতে পরতে নিলাবতি কৃষ্ণকেশী স্রোতস্বিনী গাঙ্গুনি ভাসিল ভর দুপুরে রাখালী বাঁশের বাঁশির সুরে।

Enter

GJ

জি জে আফরোজ
" তুমি বুঝনি " ‌‌ _______--------------------------------_________ তুমি বুঝনি তুমি বুঝনি..... তুমি শোনোনি তুমি রাখনি পরোতে পরোতে হৃদয়ের ডোরে বাঁধিয়ে রাখো নি..... আসোনি তুমি আসোনি প্রেমে মজলিসে তুমি আসোনি....(!!) রেখেছিলাম তোমার মন রেখেছিলাম যতনে মাতিয়া ছুটিয়া সাজিয়ে রেখেছি সঙ্গপনে, তুমি সেই আমার বিষাদের মনো মালি মনোহারি...( !!) তুমি যদি চাও,তুমি যদি চাও....... আমি তোমার হবো, হবো প্রতিনিয়ত সকালের ঝিরি ঝিরি বর্ষা ।তোমারি শরীরে আলতো করে ছুঁয়ে দেবো...। তুমি বুঝনি তুমি বুঝনি..... তুমি পারনি, পারনি আমার ঘুম ঘুম চোখে স্বপ্ন আঁকতে পারনি। যদি সাজাতে পারো,তোমার প্রেম দিয়ে। যদি সাজাতে পারো আমার হৃদয় খানি,আমি বিলাবো তোমায় আছে যতখানি....।। খুঁজে যদি পাও, খুঁজে যদি পাও সুখের ও সম্ভাষণ। মজাব আমি তখনই তোমারো প্রেমে দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ রজনী। যদি তুমি আসো ভালোবাসো কাছে বসো সজনী....।
আলো জ্বালাব , জ্বালাব আলো আমি অন্ধকার হৃদয় কুটিরে। যদি দাও তুমি যদি দাও একমুঠো প্রেমের বিচ ধারণ করে পাত্রে যতখানি.... তুমি আমার,তুমি আমার সেই.... আমি তোমার মহারানী.....,(!!)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area