১.
বালিকা প্রেম নিবে
.বালিকা প্রেম নিবে?
আমি আমার অন্তকরনে লালিত করেছি সেই শৈশব প্রতিটি কদমে স্মৃতি উচ্চারিত হয় অনুভবে।
কিছু দৌড়নি খেলার ছলে কত বকা বকি
পারিনি বলে অবুজ মন কতো দিয়েছে গালাগাল
বালিকা প্রেম নিবে?
আমার ধবনিতে মায়ের কিছু স্বপ্ন,লুকায়িত স্বপ্ন
বালিকা প্রেম নিবে?
আমার জ্বর উঠেছিলো কাঁপুনিতে দিন যায়
বন্ধুরা লুকিয়ে ভয়ে ভয়ে কেউ যেন না জানে বন্ধুরা বলে ছিল কিরে খেলতে যাবিনা?
মায়ের সে কি বকনি
আমি নত মস্তকে স্বরন করি পিতার আদেশ ,,
আমি নত মস্তকে স্বরন করি পিতার আদেশ ,,
সব কথাই তাহার আমার কাছে জহরব্রত কিন্তু মেনে নিতে হবে শিরোধার্য।
বালিকা প্রেম নিবে আমার ভবিষ্যৎ রোগাক্রান্ত এই রোগাক্রান্ত ভবিষ্যৎ নিয়ে প্রেম করা যায় বলো বালিকা।
বালিকা প্রেম নিবে ?
কত শত কেদেছি মা বাবার বেতের পিটুনিতে নয় ,
কেদেছি বলটা ফেটে দুই ভাগ হয়ে যাওয়ার কারনে
বালিকা প্রেম নিবে আমি একাই খেলেছি কাউকে খেলতে দেইনি ছোট্ট বলটার মায়ায় কত বুকে আগলে রেখেছি,,
বালিকা প্রেম নিবে?
আমি কথা দিয়েচি জরাজীর্ণ ক্লাসে আমি এই সমাজ কে একটা সুস্থ সমাজ উপহার দিব
বালিকা প্রেম নিবে আমার ছোট্ট বেলা নিবে বালিকা?
বালিকা তোমাকে একটা গল্প শুনাই শুনবে?
শীতার্ত রাতে ক্ষুদার্তের আর্তনাত শুনেছ বালিকা?
বালিকা প্রেম নিবে ?
বিলের ধারে পান্তা ভাত খাওয়া সেই কৃষকের হাসি নিবে বালিকা?
তুমি নিবে প্রতিষ্ঠিত যুবককে।
তুমি নাও বাধা নেই,
প্রেম নিতে নিতে চাইলে দেখে যেও শিমুল ডাংগার গ্রামে!
বালিকা প্রেম নিবে আমার ভবিষ্যৎ রোগাক্রান্ত এই রোগাক্রান্ত ভবিষ্যৎ নিয়ে প্রেম করা যায় বলো বালিকা।
বালিকা প্রেম নিবে ?
কত শত কেদেছি মা বাবার বেতের পিটুনিতে নয় ,
কেদেছি বলটা ফেটে দুই ভাগ হয়ে যাওয়ার কারনে
বালিকা প্রেম নিবে আমি একাই খেলেছি কাউকে খেলতে দেইনি ছোট্ট বলটার মায়ায় কত বুকে আগলে রেখেছি,,
বালিকা প্রেম নিবে?
আমি কথা দিয়েচি জরাজীর্ণ ক্লাসে আমি এই সমাজ কে একটা সুস্থ সমাজ উপহার দিব
বালিকা প্রেম নিবে আমার ছোট্ট বেলা নিবে বালিকা?
বালিকা তোমাকে একটা গল্প শুনাই শুনবে?
শীতার্ত রাতে ক্ষুদার্তের আর্তনাত শুনেছ বালিকা?
বালিকা প্রেম নিবে ?
বিলের ধারে পান্তা ভাত খাওয়া সেই কৃষকের হাসি নিবে বালিকা?
তুমি নিবে প্রতিষ্ঠিত যুবককে।
তুমি নাও বাধা নেই,
প্রেম নিতে নিতে চাইলে দেখে যেও শিমুল ডাংগার গ্রামে!
২.
কারো আত্নগোপন তোমার মনে কিছুটা হলেও দাগ কাটে
তাহলে মনে রেখো তুমি অজান্তে তাকে ভেবেছিলে।
যেটা তোমার মন ও বুঝেনি।
সংঘাত তো জীবনের সবচেয়ে কঠিন পথ,তা থেকেই তুমি শিক্ষা নিতে হবে।
অবহেলা যেই করুক না কেনো
তুমি বুঝাতে পারবেনা তুমি আসলেই কষ্ট পাচ্ছো
একদিন তো চলে যাবো আমার নিরবতা ছুঁয়ে যাবে না তো তোমার মনে।
মনের রোগ কখনো সারিয়ে তুলা যায় না
কারণ মানুষ মন দেখেনা
গুছিয়ে মিথ্যা বলার অভ্যাস টা সবার থাকেনা,যার থাকে সে হয় কবি না হয় মন ভাংগা দেবদাস
চলে যেতে চাই শুধু বিদায় দেওয়ার পালা।
কোন একদিন তোমার আংগিনায় পা মারাতে আসবো না।।
এই শহর টা আমার নয়,
যে শহরে চলে টাকা প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা।
আমি কখনো প্রেমিক নই,আমি কখনো বন্ধু নই আমি ছেড়া পত্র,
ফেলে দেওয়ার মতোই আবর্জনা।
কেউ আমাকে মনে রাখেনি ডাইরির পাতা খরচ করার মতো মানুষ ছিলাম না বলে।
আমার চোখে তোমার ভুলের ব্যাখ্যা হয় সুন্দর কিন্তু তোমার চোখে আমার সত্য টাও ঘৃণা হয়।
টাকায় বিজ্ঞাপন হয় অনেক কিছুই,
মন ভাংগার জেল জরিমানার বিজ্ঞাপন নেই।
রাত জাগার ইচ্ছেটা অনেক আগেই শেষ হয়েছে
আবার শুরু হয়েছে ইচ্ছের শেষ নেই
নীহারিকা বলেছিল তোমার কি আমার হাত ধরার ইচ্ছে হয় না,
তখন বলেছিলাম এই হাতে বিদেশি কোন টাকা ওয়ালা মেদ চর্বি ওয়ালা প্রতিষ্ঠিত কোন এক ব্যক্তির হাতের ছাপ দেখতে পাচ্ছি
আমি হাত ধরলে অপমানিত হবে তোমার হাত।
পরদিন নীহারিকা তাহার ছেলে বন্ধুর হাত ধরে বসে আছে,বলেছিলাম যাবে হাটতে,
বলল ডিস্টার্ব করার জন্য কে পাঠাল।
তখন ভাবলাম নিরিবিলি মানুষের জন্য এর চেয়ে সুন্দর উত্তর আর কোন কিছুই হতে পারেনা
আমার বন্ধু এই উত্তর শুনার পর মাথায় হাত দিয়ে মাটিতেই বসে পরল
তখন থেকে প্রায় ভাবি ডিস্টার্ব হচ্ছে না তো কারো।
আমি যদি ডিস্টার্ব হই
এটা সহ্য করার মাত্রা টা হারিয়ে যায়
,তাই কাউকে ম্যাসেজ দিলে অনেক বার ভাবি,উত্তর না আসলে ডিলিট করে দেই আনসেন্ড করে দেই।
নীহারিকারা বদলে যায়,নীহারিকাদের মনের স্থান ও পালটে যায়,
৩.
--তোমায় ভেবে কত বেলা কাটিয়ে দিয়েছি
সময় গুলো আজ নির্বিকার
--নীহারিকা তুমি কি এখনো ভাবো আমার কবিতা গল্পরা তোমায় নিয়ে মেতে উঠে, যদি ভেবে থাকো তাহলে ভুল
--বন্ধুরা ঐপাস খেলতো আর আমি নরম গাসের বিছানায় শুয়ে তোমাকে ভেবে উদাসি হতাম
--তোমার তো নারীর মন, ছিল অনেক আয়োজন
বিশ্বাস আর মন সেদিন থেকেই বুজেছি অনেক ব্যবধান
--তুমি পারো তোমরা পারো
ছয়টি বছর অনেক বদলে গিয়েছি
--টাকায় যদি ভালবাসা পাওয়া যায়
তাহলে পতিতা-দের আসনে প্রার্থী হয়ে যাও ভোট টা যে কেউ দিবে
সাথে টাকা ও পাবে
--টাকা থাকলে নাকি মানুষকে ভাবতে ভুলিয়ে দেয়
তাই আমিও ভুলতে বসেছি কারনে অকারণে