দিদার গল্প
তপন কুমার পাল
বোশেখ জ্যৈষ্ঠ মধুমাসে
আম-কাঁঠালের গল্প,
দিদার কাছে মাঝে মাঝে
শুনেছি ভাই অল্প। ভ্রমর নাকি পাখা মেলে পরিবারকে নিয়ে, পাকা ফলের রস খেয়ে যে শান্তি করতো হিয়ে। আম-কাঁঠালের বনে নাকি বসতো ভ্রমর মেলা, কাঠবিড়ালি গাছের ডালে করতো যে হায় খেলা। খেলা শেষে কাঠবিড়ালি গাছের ডালে বসে, ফল খেতো আর ছুঁড়তো নিচে মনের রসে কষে। পাকা পাকা আম ও লিচু গড়াগড়ি যেতো, খোকা-খুকি দুহাত ভরে মজা করে খেতো। মধুমাসে শুভক্ষণে ছোট্ট পাখি এসে, পেট ভরে খাও খোকা-খুকি বলতো নাকি হেসে।
শুনেছি ভাই অল্প। ভ্রমর নাকি পাখা মেলে পরিবারকে নিয়ে, পাকা ফলের রস খেয়ে যে শান্তি করতো হিয়ে। আম-কাঁঠালের বনে নাকি বসতো ভ্রমর মেলা, কাঠবিড়ালি গাছের ডালে করতো যে হায় খেলা। খেলা শেষে কাঠবিড়ালি গাছের ডালে বসে, ফল খেতো আর ছুঁড়তো নিচে মনের রসে কষে। পাকা পাকা আম ও লিচু গড়াগড়ি যেতো, খোকা-খুকি দুহাত ভরে মজা করে খেতো। মধুমাসে শুভক্ষণে ছোট্ট পাখি এসে, পেট ভরে খাও খোকা-খুকি বলতো নাকি হেসে।