আশ্রিত
খট্ খট্ শব্দে ঘুম ভাঙে দরজা খুলে দেখি কে যেন উঠানে দাঁড়িয়ে! তার পরিচয় জিজ্ঞেস করলাম, " কে তুমি? " জবাবে আমাকেই প্রশ্ন করে বসলো, " তোমরা নাকি দুঃখ পোষো? আমিই সে দুঃখ। পঞ্চাশ বছরে কতো বিচিত্র দরজায় টোকা দিয়ে আঙুলের নখ রক্তাক্ত করেছি কেউ আমাকে একটু দাঁড়াতে দেয়নি বিশ্রাম তো পরের কথা! মানুষ তো মানুষকেই বিশ্বাস করেনা নিশ্চিত নিরাপত্তার জন্য তাকে কুকুরের দ্বারস্থ হতে হয় মানুষের চেয়ে কুকুর অনেক বেশি একেশ্বরবাদী। শুনেছি তোমরা যারা কবি তারাই নাকি দুঃখ পোষো কবিতা দিয়ে দুঃখ ঢাকো! সে আশায় তোমার কাছে আসা। দেবে একটু আশ্রয়! আহামরি কিছু চাইবোনা শুধু বুকে নির্বিঘ্নে থাকতে দিয়ো! " তার অশ্রুধোয়া মিনতির কাছে হেরে গেলাম। সেই যে সেদিন ভালোবেসে আমাকে জড়িয়ে ধরেছিলো মাটি যেভাবে বৃক্ষের কোমর জড়িয়ে ধরে, আর ছাড়েনি। পুরো জীবনের জন্য দুঃখ আমার হ'ল, এখন মনে হয় আমি তার আশ্রিতকবি নেহাল হাফিজ’র নতুন কবিতা
জুন ০৮, ২০২২
0