Ads Area

নিঃশ্বাসে বৈশাখ --- মুশফিক বরাত

 *** নিঃশ্বাসে বৈশাখ --- মুশফিক বরাত ***

গন্ধরাজের সুবাস নিয়ে গঙ্গা-পদ্মা
মাতিয়ে এল বৈশাখ।
স্বপ্নের মালা বাংলায় গেঁথে
পরাবো বাংলা মায়ের খোঁপায়।
এবং ইচ্ছে করে পিজ্জাটা বুর্জোয়ার মুখে সজোরে ছুড়ে ফেলে দিতে;
প্রবাসী বাঙালীর মরিচ, কোলকাতার লবণ আর
বাংলাদেশের স্বাধীনতা
মিশিয়ে পান্তার নেশায়
বৈশাখে মাতাল হবো আনন্দে।
ন্যাংটা বালকের তড়াগে ঝাঁপ,
ঢেউয়ের তরঙ্গে ভেসে নিঃশ্বাসে,
মায়ের গর্ভকে স্বাগত জানিয়ে,
বর্ষা-বসন্ত মাড়িয়ে
প্রতিবার এমনি করেই আসবে বৈশাখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area