এসো, ভালোবাসার হাত ধরি
গোবিন্দ মোদক
আমি নিশ্চিত জানি —
এই হাত কোনওদিন
ভালোবাসার হাত ধরেনি,গোবিন্দ মোদক
এই চোখ কোনওদিন দেখেনি
শ্রাবণের গর্ভিনী মেঘ
কিংবা আতস-কাঁচ বৃষ্টি,
এই ঘ্রাণেন্দ্রিয় কোনওদিনও
অনুভব করেনি সোঁদা গন্ধ,
এই মন কোনওদিনও আনত হয়নি
পথের ধারে কোনও দেবালয়ে,
মসজিদে বা গীর্জায়,
এই পা কোনওদিনও ছাপ রাখেনি
কোনও কণ্টকময় প্রান্তরে;
তবুও এই কলম আজ
গর্জে উঠতে চাইছে
নিন্দিত কিছু গোলাগুলির
বিক্ষিপ্ত ব্যবহারের বিরুদ্ধে,
গর্জে উঠতে চাইছে
অমোঘ উচ্চারণে,
বলতে চাইছে —
সাম্রাজ্যবাদীরা নিপাত যাক,
পৃথিবী জুড়ে পত-পত উড়ুক
শান্তির পতাকা।
=============================
।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103