নগরী
মোশফেকা খন্দকার রিক্তা
রঙ্গমঞ্চ ভরাট জমিন নগর সভ্যদের পরাশক্তি কলকাঠি নাড়ে,আনবিক কেউটের ফনা ভয়াল গ্রাসে বিশ্বের রক্তচোষে খুধার্ত অস্ত্র কালের ঝিরিঝিরি প্রবাহধারা শিলাপাত বর্ষনে ধূসর কুয়াশা তোমার শ্রমে ঘমার্ত দেহসারা জীবনের বেতাল সুরে ভাইয়োলিন বাজে দূরে তিলোত্তমা হচ্ছে রম্মনগরী খুধাবিনিময় হয় সরীসৃপ প্রানীতে একেবেকে নৃত্য শিল্পের বিচরন এরই মাঝে অনন্ত নি্ষেশ জীবন