Ads Area

আমের দিনে - শ্রী কাজল কুমার


আমের দিনে
. জোরে জোরে বাতাস আসে, ভির করে আম গাছের নিচে। আম গাছের পাতা নড়ে, ধপাস ধুপুস আম পড়ে। ছেলে মেয়েরা আম কুড়ায়, তারা গাছের নিচে ঘুরে বেড়ায়। আনন্দ উল্লাস এখন সারা পাড়ায়, পাকা আমে মনটা হারায়। মাঝে মাঝে বৃষ্টি পরে, গাছের দিকে ঢিল ছুড়ে আম পারে। পাকা আম দেখতে অনেক খাসা, খেতে অনেক লাগে মজা।

ছোট বাচ্চা আমের জন্য করে ঘেন ঘেন, পাকা আমের রসের মধ্যে মাছি করে ভেন ভেন। আম ঝালা আর আমের আচার কেউ কেউ তৈরি করে খায়, পাশের লোকে দেখলে পরে হাত বাড়ায়ে চায়।
1/7/22

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area