আষাঢ় এলো
মোঃ সেলিম হোসেন
আষাঢ় মাসে বর্ষা আসে
বারিধারা ঝরছে,
হাওয়ার তালে কদম ডালে
হলুদ তারা নড়ছে।
অঝোর ধারায় বৃষ্টি নামে
মাঠঘাট জলে ভরছে,
ব্যাঙেরা সব মহানন্দে
ঘ্যাঙর ঘ্যাঙর করছে।
বিলে ঝিলে শাপলা শালুক
অপরূপ রূপ ধরছে,
নতুন জলে ট্যাংরা পুঁটি
লাফালাফি করছে।
লজ্জা পেয়ে নীলাম্বরী
আপন মাথা ঢাকছে,
আকাশ পানে গুড়ুম গুড়ুম
ওই যে দেয়া হাঁকছে।