Ads Area

আগের মতই, অথচ - সৌম্য শংকর দাশগুপ্ত

 আগের মতই, অথচ

আমি তোমার সাথে হেঁটে এসেছিলাম বহু প্রান্তর।
ওই বিছানায় শুয়ে মহাকাশ দেখেছিলাম বহুরাত।
আমার কবিতা ছড়িয়ে ছিলাম তোমার বাড়ির সামনের বাগানে।
আজ সেখানে গোলাপ গাছ রাখা।

এখনও আগের মতোই বৃষ্টি হয়।
আগের মতই এক হাঁটু জল জমে রাস্তায়।
আগের মতই প্রেমিক সকালে উঠে তোমার জন্য বেড টি বানায়।
আগের মতই তোমার পারফিউমের গন্ধে খুঁজে পাওয়া যায় মাদকতা।

এখনও আগের মতই তোমাকে কেন্দ্র করে কবি প্রদক্ষিণ করে কক্ষপথ।

অথচ শুধুই একটি গ্রহ কক্ষপথ বিচ্যুত।



সৌম্য শংকর দাশগুপ্ত

Daspara, udaynpally, batanagar, Kolkata 700140

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area