Ads Area

মাছরাঙা - রাহমান সিদ্দিক

মাছরাঙা
রাহমান সিদ্দিক

ঝর্ণা ধারে নদীর পাড়ে
দেখি এক‌টি পাখি,
ঘাড়টা মোটা মাথা বড়
দৃষ্টি ভালো  আখিঁ।


সদায় থাকে  জলাধারে
ব্যস্ত  আহার  কামে,
রয় পরিচয় এই পাখিটা
মাছরাঙা তার নামে।

নদীর ধারে উচুঁ পাড়ের
বাঁশে কিংবা গাছে,
মাছরাঙাটা  বসে দেখে
ভাসে কখন মাছে।

চুপটি করে  বসে থাকে
রাহমান সিদ্দিক
নজর রাখে জলে,
মাছ দেখিলে হঠাৎ ছুুটে
ডুব মারিয়া তলে।

গপাত করে মাছটি ধরে
নিয়ে আসে  চলে,
লম্বা ঠোঁটে  চিবান দিয়ে
ঢুকায় তারই গলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area