Ads Area

কুহক - পারভেজুল ইসলাম

পারভেজুল ইসলাম

কুহক পারভেজুল ইসলাম তুমি আমার আপন হবার আগেই হলে পর। হৃদয় মাঝে বয়ে চলেছে, কালবৈশাখীর ঝড়! হৃদয় থেকে দূর করিতে চেয়েছি প্রিয় তোমায়। অঙ্গ জুড়ে করেছে খেলা, আমার আঁখির আঙ্গিনায়। ভালো বাসার গোলাপ আমি, হতে পারি নাই। এই কারনে তুমি আমায়, বুজি ভালো বাসনায়। হে অবলা? তোমাকে আমি ভুলিনায়, কখনো কোনো দিন। আমার জিগর তলায় বাজে, শুধু বেদনার বীন। তোমার মুখের হাসি আমি, রাখবো কোথায় লুকাই। যেথায় রেখে সেথায় থেকে,পুড়ে হলো ছাঁয়। কত?মায়ায় পড়ে ছায়ায়, কোথায় যেনো পায়? তোমার ছায়ায় আছি দোহায়, দিও একটু ঠাঁই। বিলের মাঝে সাঁঝের বেলায়, ডাকছে কত ডাহুক, আমার মনের মাঝে জনম ধরে, থাকবে তোমার কুহক।। জেলা:লক্ষ্মীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area