Ads Area

গঠনতন্ত্র মানুষ - শুভ্র মাহমুদ

শুভ্র মাহমুদ গঠনতন্ত্র মানুষ মানুষ তুমি পশু নও তবে কেন

তোমার মনুষ্যত্ব বোধ নেই তোমার সামনে তোমার জাত মরে মায়া নেই তোমার অন্তরে মানুষ তুমি তবুও মানুষ নও অন্তর ভরে গেছে তোমার কালো পর্দায়, চোখের সামনে ধুকে ধুকে মরেছে মানুষ, অর্থের অভাবে, অন্তর কেঁপে উঠে না তোমার হয়না তোমার মায়া মানুষ তুমি পশু নও তবে হিংস্র মনোভাব তোমার তুমি মানুষ গঠন ত্রন্তে মুলত তুমি হিংস্রতা ভরা ক্ষুদার্ত বাগ, মানুষ তুমি মানুষ নও অর্থ তোমার অন্তর লোভী কৃপণতা রক্তের সঞ্জালণ মানুষ তুমি পশু চরিত্র খাওয়া স্বভাব তোমার পশুর রক্ত মানুষ তুমি মানুষ হও মনুষ্যত্ব বোধ জাগ্রত করো, নয়তো তুমি ও হবে পশুর চরিত্র লুকিয়ে থাকা হিংস্র তার শিকার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area