Ads Area

মানুষ - কাজী জহিরুল ইসলাম

কাজী জহিরুল ইসলাম

 মানুষ

কাজী জহিরুল ইসলাম এক বিন্দু জলের ভেতরে এতোদিন আমি লুকিয়ে রেখেছি পুরো একটি অতলান্তিক। বৃক্ষের শেকড়ে কাণ্ড- মহীরূহ ঠেসে দিয়েছি সেদিন ঠিক। হ্যাঁ, সকলে ঠিকই দেখেছে নখের আয়নায় বন্দি করে রেখেছি আকাশ।


আহা! দেখো পৃথিবী কি অসহায়, তোমাদের পুরো বায়ুমণ্ডল কেবল আমার একটি দীর্ঘশ্বাস! সুউচ্চ পর্বতশৃঙ্গমালা যদি চারটি অক্ষর, রাশি রাশি মেঘ আমার পুরনো জামার বোতাম, খুব কি অবাক হয়ে খুঁজতে থাকবে কতটা অবিনশ্বর আমার অস্তিত্ব? কী আমার নাম? সব মিথ্যে, এই ব্রহ্মাণ্ডে আমিই শুধু নিরঙ্কুশ উজ্জ্বল সত্যের মতো ব্যপ্ত আমি এক অনন্য মানুষ। হলিসউড, নিউইয়র্ক। ১০ ডিসেম্বর ২০২১।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area