সত্য বলতে বাঁধা
______________
রেজাউল করিম রোমেল
_____________________
সত্যকে সত্য বলতে যারা দেয় বাঁধা,
নিজের বক্তব্য প্রকাশে যদি আসে বাঁধা,
তাহলে কিসের মুক্তচিন্তা, কোন গণতন্ত্রের কথা বলো?
মত প্রকাশের অধিকার কি হারিয়ে ফেলেছি আমরা?
সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা
যদি হয় অপরাধ,
আর তার শাস্তি যদি হয় মৃত্যু,
তবে প্রতিটি দেশে দেশে, সারা পৃথিবীর
মায়ের গর্ভে জন্ম নিক শত সহস্র কোটি
সত্যবাদী মানুষ এবং মানুষী।
হোক আন্দোলন সত্য প্রতিষ্ঠায়,
দেখি তোমরা কত মৃত্যু ঘটাতে পারো...
------------------------------ ------------------------------ --
অনিয়মই নিয়ম
----------------------
রেজাউল করিম রোমেল
------------------------------ -----
অনিয়মই নিয়ম যখন
কিছুই যায় না করা,
অনিয়মের মাঝে পড়ে
জীবন জরা জরা।
আমরা কি ভাই নিয়ম জানি
হচ্ছে কেন অনিয়ম,
অনিয়মের ফাঁদে পড়ে
হচ্ছে সবার মতিভ্রম।
নিয়মের তো ছড়াছড়ি
বইপত্রতে লেখা,
নিয়ম শুধু বইয়ের পাতায়
যায়না কাজে দেখা।
------------------------------ ----------------------------
কেন ভালোবাসি?
-----------------
রেজাউল করিম রোমেল
-----------------------
কেন ভালোবাসি?
যে ভালোবাসা রক্তাক্ত করে দেয়
সমস্ত শরীর, হৃদস্পন্দন।
ডুকরে ডুকরে কেঁদে ওঠে প্রাণ,
মন, আত্মা, সবকিছু ।
চোখের জলে জন্ম নেয়
নদী, সাগর, মহাসাগর ।
হৃদয় হয়ে যায় মহাশ্মশান।
তারপর-ও কেন ভালোবাসি?
হতাশার অব্যক্ত চিৎকারে
মহাপ্রলয় নেমে আসে।
তবু কেন ভালোবাসি? কেন... ?
------------------------------ ------------------------------
রেজাউল করিম রোমেল
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি,
যশোর, বাংলাদেশ।