Ads Area

জ্যোৎস্না রাতের কোলাজ - রমা গুপ্ত



পূর্ণিমা নিশির চাঁদ পানে চেয়ে দেখি অবাক বিস্ময়ে
আকাশের বুকে গ্ৰহ নক্ষত্রের বিচরণ ঝলমলিয়ে।
জ্যোৎস্না ধারার অপরূপ আলোর উন্মাদনায়
মন উড়ানে যাই চলে ভেসে জ্যোৎস্নার আঙিনায়।
চন্দ্রকরের স্নিগ্ধ আবহে দেখি সেথা মহা আয়োজন
কতশত তারা নক্ষত্র হাজার দেখে জাগে প্রাণে শিহরণ।
আহা কি শোভা কত মনোলোভা মনেতে পুলক লাগে,
জ্যোৎস্না আকাশ এত সুন্দর দেখিনি কখনো আগে।
যেন আকাশের বুকে তারার বাসর নিশিত আঁধার মাঝে
স্বচ্ছ চারিধার জোছনমত্তা যামিনী খুশিতে রাজে।
গ্ৰহ তারা সব উল্লাসে ভাসে উচ্ছ্বাসে হাসে শশী
আতরের ঘ্রাণে ভরেছে গগন স্বপনবিহারি নিশি।
সপ্তর্ষির বাসরঘরের সন্মূখে সঙ্গীতের আবেশ
তারার সভাতে সকলেরই দেখি হীরকখচিত বেশ।
মাধুর্য সুধা করছে বর্ষণ গ্ৰহ নক্ষত্র যত
কালপুরুষেরা আলোক ছড়িয়ে মদিরা সেবনে রত।
রোহিনী চিত্রা স্বাতী কৃত্তিকা রেবতী পুষ্যা সব
প্রেমালোচনায় মত্ত রয়েছে শুনি সেই কলরব।
হীরে জহরত বসন ভূষন রকমারি আভরণ
অম্বর মাঝে তারকা সভায় জ্যোতির বিচ্ছুরণ।
অপলক নয়নে দেখি চেয়ে চেয়ে হঠাৎ সম্বিত এলে
রমা গুপ্ত
ভাবি মনে মনে কল্পনায় ভেসে কত আনন্দই না মেলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area