Ads Area

আশিন মানে - গৌর গোপাল পাল

আশিন মানে
গৌর গোপাল পাল
লাভপুর.বীরভূম.পঃবঙ্গ.ভারত

গৌর গোপাল পাল

আশিন মানে ড্যাং কুরা কুর
ঢাকের পিঠে কাঠি!
আশিন মানে আগমনী সুর
মায়ের গায়ে মাটি!!

আশিন মানে নতুন জামা
নতুন পোষাক পরা!
আশিন মানে যায় না থামা
হই-হুল্লোড় করা!!

আশিন মানে এখো গুড়ে
মুড়কি মিঠাই নাড়ু!
আশিন মানে নতুন সুরে
নতুন গানের ডালি!!

আশিন মানে লিটিল ম্যাগে
কত নানান লেখা!
আশিন মানে ভালোই লাগে
সবার সাথে দেখা!!

আশিন মানে হিংসা তুলে
নয়কো চুলোচুলি!
আশিন মানে বিভেদ ভুলে
প্রীতির কোলাকুলি!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area