মার্কেট ©মম কনাট প্লেসে ঘুরছি। একটা একটা একটা করে পপ কর্ণ মুখে পুরছি। খাচ্ছি। এক এক এক করে দোকানগুলো পার করে যাচ্ছি। আমার কত্তা বলল হেসে, চলো কে. এফ. সি. - তে ঢুকি। ঢুকে বসলাম এসে। সব টেবিলই ছিল বুকই। এক ধারে একটা খালি ছিল। সেখানেই খেলাম। বেশ মজা পেলাম। খুব ভালো টেস্ট। ওয়াও, দি বেস্ট! তারপরে কোল্ড ড্রিঙ্কস নিলাম। স্ট্র দিয়ে টান দিলাম। এরপরে চড়ে উবের-গাড়িতে এলাম নিজেদের বাড়িতে। কখনও বা মেট্রো চড়ে যাই। কখনও বা যাই নিজেদের বিদেশি গাড়িতে। প্রতিবারই কোনও না কোন জায়গায় খাই। কনাট প্লেস আমার ফেভারিট প্লেস। ইয়েস, ইয়েস, ইয়েস!!! অনেক কিছু কেনাকাটা করি। রূপীয়াও খরচ করি। মার্কেটিং করাটা শখ আমার বরাবরই। যখনই আমি করি দরাদরি কত্তা ফুটপাত থেকে টেনে নিয়ে যায়। বড় দোকানে ঢোকায়, আর আমার দিকে চায়। বলে, " ফুটপাতে ঠকায়; দোকানে যত ইচ্ছা কেনো! যত তোমার চাই; এখানে ফিক্স রেট; জেনো! দরাদরি করার দরকার নাই। " অনেক কিনি আমি। বহুৎ দামী দামী দামী........ টাকা দেয় আমার স্বামী। আমি তো গরীব নাগরিক। স্বামী আমার ধনী সরকার। সম্পর্কটা পারস্পরিক। এতেই সংসারের উপকার। দাম্পত্য জীবনে এমন সম্বন্ধ খুবই দরকার। স্বামী, স্ত্রী, কে পর কার?
|
মার্কেট - মম
জুন ১৯, ২০২২
0