বৃন্তচূত
বৃন্তচ্যুত হয়ে ঝরে গেছে মুকুল
আমের মুকুল
স্থিথধি হয়ে দেখে তাল গাছ
কে কুড়ায় কে ফেলে দেয় ,
তার কোনো নিশ্চয়তা নেই।
নিশ্চয়তা কারো কোনো জীবনে থাকে না
শুধু ভেসে চলে যাওয়া
ডিঙি টি বাঁচিয়ে ,
নিষ্ঠুর কালের কাছে সেই হয়
একমাত্র চাওয়া ।
সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড