![]() |
শুভদীপ দত্ত প্রামানিক |
দ্বিতীয় পানিপথ....সুন্দরের গ্রাস
শুভদীপ দত্ত প্রামানিক
ভাঁজ খুলে দাও সব শেকড়বাকড়ের
ঢালু স্নান অমরতা চেয়েছিল মাতৃঋণের কাছে
মহাবাহুকে প্রণাম করো ।
সত্বর তুমি খুঁজে নাও রাজার কিনার
তরঙ্গ ভেজা তরঙ্গে মাংসশিখা
উজানে চৌতাল , নীল ফেরা
ভালো করে গুনে নাও মাস মায়া
অচিন ঘুঙুরে নাচে অমেরুদণ্ডী অন্যায় !
ছায়া পড়ে ক্ষেত্রফলের দুপাশে
ছায়া কথা : দ্বিতীয় পানিপথ অপ্রকৃত অর্থে সুন্দরের গ্রাস ?
আপনি সন্ন্যাসী ? শুনেছেন দেবীপুঞ্জের সংকটমোচন মন্ত্র ? মানুষের মুখ স্পর্শ করে ফিরি বৈজয়ন্তী শক্তিতে , আমার শত্রু জন্ম পর্বতের বৃক , কুক্কুর ।
ঘাট পরিক্রমায় ধাক্কা খেয়েছিলাম বাঁজা পদ্মকে বিয়োগ শেখাতে গিয়ে ।
স্পর্শ - বিয়োগ এ মাসের আয় ।
অনেকদিন পর সৃষ্টি করলাম ভক্ষণ করবো বলে ,
দেখি প্রোটিন কোটালে চলে গেল মৃত্যু শিক্ষার নোটস ।
ঠিকানা :
শুভদীপ দত্ত প্রামানিক
প্রযত্নে : চিরদীপ প্রামানিক
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার
জেলা : বীরভূম