তবু মনে রেখো অশেষ গাঙ্গুলী তোমার আমার ভালোবাসার বন্ধন ছিন্ন হয় গো কোনদিন। যদি আমাদের এই ভালোবাসার বন্ধনের মায়া ছেড়ে জড়াও তুমি অন্য ভালোবাসার বন্ধনে। তবুও মনে রেখো আমাকে। তোমার ওই ভালোবাসার মনটাতে আমাকে সরিয়ে তোমার মনে জায়গা নেয় অন্য জন্য তবুও মনে রেখো আমাকে। সুখের বন্ধনে জড়িয়ে তুমি ভুলে যাও আমাকে তোমার বিরহের মাঝে না হয় তুমি মনে রেখো আমাকে। তোমার আনন্দের মূহুর্তে যদি না মনে পড়ে আমাকে দুঃখ - যন্ত্রণার মূহুর্তে না হয় মনে রেখো আমাকে। তবুও মনে রেখো আমাকে। প্রতিটা সময় যদি না মনে পড়ে আমাকে দিনের শেষে আমাকে নিয়ে তোমার রাগ - অনুরাগের মাঝে না হয় মনে রেখো আমাকে। কিন্তু তবুও মনে রেখো। যদি তোমার হাসির কারণ হয়ে না মনে পড়ে আমাকে। তাহলে না হয় কান্নার কারণ হয়ে মনে রেখো আমাকে। আমাকে নিয়ে ভাবতে ভাবতে ঘৃণা মিশ্রিত হাসির মাঝে না হয় মনে রেখো আমাকে। কিন্তু তবুও মনে রেখো আমাকে।। |