Ads Area

পুরনো মাস্তুল - অজিত কুমার জানা

 পুরনো মাস্তুল 

অজিত কুমার জানা 

বন্ধুত্ব ধ্বংস হলে, 
অন্ধকার লম্বা হতে থাকে, 
ক্লান্ত দীর্ঘ হৃদয়, বিষন্ন হিসাব। 

কতগুলো বছর থেবড়ে যায়, 
অর্থহীন গোধূলি ঘনীভূত শীত। 
জটিল কোলাহল পুরনো সম্পর্কে, 
মর্মান্তিক সংকেত সঞ্চয় রাখে। 

ছায়া ছায়া মুহূর্ত, 
শূন্যতার উত্তাপ ফুটপাতে বসে। 
অজিত কুমার জানা 

অনাথ দরজা জানালা, 
মাতৃহারা অসহায় শিশুর মত। 
গুমগুম হাতুড়ির শব্দ, 
ফিরে ফিরে মৌনমুখ। 
ভিজে বালিশ বেড কভার, 
স্বার্থপর বিশ্বাস ছিঁড়ে খায়,
প্রগাঢ় চেতনার অদৃশ্য শরীর। 

ভাঙা হারমোনিয়ামে সুর ওঠে না,
বেসুরে ছন্দ বাজে ভাঙা মাস্তুলে।


অজিত কুমার জানা 
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area