![]() |
পিঙ্কি ঘোষ |
মনকে কি নামে ডাকো তুমি?
আমি তো বলি আয়না,
প্রেমকে তুমি কি নাম দিলে?
আমি বলি স্বেচ্ছা মৃত্যু।
শপথকে কি নামে ডাকো তুমি?
আমি তো বলি ভ্রান্তি,
জীবনকে ভালোবেসে কি নাম দিলে?
আমি তো বলি অপ্রমাণিত উপপাদ্য।
.............................. .............................
পিঙ্কি ঘোষ,
কলকাতা ,
পশ্চিমবঙ্গ।