গৌতম ঘোষ -দস্তিদার
অধর্মের পৃথিবীর ঠিকানাটা চাই -
যদি কারো জানা থাকে !
ধর্মের নামে কোলাকুলি আর
কিলোকিলি সেথা মানা থাকে ।
ওখানে ধর্ম নামের রাজমিস্তিরি
ভাগের পাঁচিল গেঁথেই চলে
বাদ বাকি সব যোগালদারে
বালি সুড়কি মেখেই চলে !
আর এই কলুর বলদ রইলো পড়ে
গোবধে আনন্দ দেখেই চলে ।