Ads Area

পরিশ্রমী - অঞ্জলি দেনন্দী মম


পরিশ্রমী

©অঞ্জলি দেনন্দী, মম

আমার গোয়ালের গায়ে
পাঁচটা খড়ের পালুই আছে।
রোজ খড় খায়, বাছুর, গায়ে।
অনেকগুলো ফলের গাছ আছে, 
পালুইগুলির কাছে কাছে কাছে।
ছোট্ট ছোট্ট ছোট্ট পাখিগুলো পালুয়ে বসে
ঠোঁট দিয়ে কেটে কেটে কেটে 
উড়ে নিয়ে যাচ্ছে চলে, এক এক এক করে
ছোট্ট ছোট্ট ছোট্ট খড় কুটো।
এসে ওরা গাছের ডালে বসে
বানাচ্ছে ওদের ছোট্ট ছোট্ট ছোট্ট বাসা।
নিরলস, পরিশ্রমে, খেটে খেটে খেটে।
ডিম পাড়বে অন্দরে, সেই বাসা গড়ে।
সন্তানই তাদের আশা।
কত শক্তিশালী ঐ ওদের ছোট্ট ছোট্ট ঠোঁট দুটো!
মানুষ কত আদরে, যত্নে, সখে খাঁচায় পোষে।
পাখিরা থাকে কত আরামে, আয়েশে, সেখানে।
তবুও তারা সুখী নয়, পরাধীনতায়, 
তাই মুক্তি পেতে চায়, কারণ কষ্ট পায় বদ্ধতায়।
বাইরে কত পরিশ্রম করতে হয়, এখানে,
তবুও মুক্ত জীবনেই সুখী ওরা।
আসল আনন্দ যে ওদের ওড়া।
বিলাসবহুল, সোনার খাঁচায় কি আর যায় ওড়া?
স্বাধীনতায় - নিজ কর্মে পরিশ্রমী, তৃপ্ত ওরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area