অপেক্ষা কথা
![]() |
তীর্থঙ্কর সুমিত |
তীর্থঙ্কর সুমিত
বন্ধ সব দরজা
ফিরে যেতে যেতে
বন্দরহীন সব রাস্তায় আজ জট
কখনো একাগ্রতা হেরে যায়না সময়ের সাথে
নদীপথে বেঁকে গেছে যে রাস্তা
তার পথ বহু প্রাচীন
নিঃশব্দে অলংকারের টুকিটাকি লাগে প্রতিদিন
নিত্য যাওয়া আসার মানুষগুলো বদলে যায়
আনুষ্ঠানিক সূচনা কিম্বা...
ফিরে আসার এক একটা গল্প
হাওয়ার সাথে প্রতিদিনের সক্ষতা
তবুও একটা বসন্ত ফিরলোনা...
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী