শিরোনাম: হে মানবতা
কলমে: অমিত কুমার জানা,খড়্গপুর, পশ্চিমবঙ্গ
হে মানবতা, তুমিতাে অবগত ছিলে তােমার মহৎ সহমর্মিতায়।
তবে কেন লিপিবদ্ধ হলে কলঙ্কিতদের খাতায়?
তুমি বন্দক রেখেছাে তােমার প্রতিবাদী সত্তায়?
আজ তােমার কাছে রটনা?
কোন সে পিশাচ, যে তােমায় করেছে বন্দি
লােক দেখানাে ব্যস্ততা, নাকি বিবেকহীন ফন্দি?
তুমি কি দেখােনি দিনেদুপুরে শয়তানের তাণ্ডব?
মাের সহদোরে হত্যা করে, রেললাইনে রেখে গেছে অবয়ব।
তােমার চোখের ছানি কাটাতে বেঁচে আছে নির্ভীকতা।
তুমি তাদের মাথা খেওনা মেরোনা অযথা,
তােমাকে নিয়েই রচেছি যে জীবনগাঁথা।
ফিরে এসাে তুমি শােন স্বহৃদয়ের কথা
আমার বিনীত নিবেদন বাড়িয়ে দাও তােমার হাত,
এ নিছক কবিতা নয় শূণ্য বুকের আর্তনাদ।
অনেক অনেক ধন্যবাদ কবিতাপাড়াকে।
উত্তরমুছুন