ভুতুড়ে কাণ্ড মনোরঞ্জন দাস লিকপিকে দেহখানা মোড়ে মাথা জটলা, ধরে ফেলে হাতেনাতে আমাদের পটলা। তিন দিন আগে নাকি চুরি করে বাতাবি, গাছে উঠে খাবে বুঝি কেন এতো পাকামি। চুপিসারে খেতো তবে অকারণে ঝামেলা যদি আগে দিত ভাগ হতো না'তো হামেলা। লোভ ছিলো বরাবর বাতাবিটা পাকলে, পটলার জিভে জল নুন দিয়ে মাখলে। অবশেষে বলে হেসে লিকপিকে ছেলেটা, আমি ভুত অদ্ভূত ------------------------------ আনন্দপুর কলকাতা-৭০০১০০ |