আজকে বুঝি বাবা কি মজনু মিয়া কান্না করলে দৌড়ে আসতো,এসে কোলে নিয়ে আদর করতো চুমু খেতো, সোহাগ দিয়ে দিয়ে। হাঁটতে গেলে পড়ে যেতাম, হাতের আংগুল ধরে হাঁটতে শেখাতো কঠিন পথে, ভালোবাসার তরে। টাকা পয়সা চাওয়ার আগে,হাতে তুলে দিয়ে বলতো বাবা লেখা পড়া, করিস মনটা নিয়ে। ভিন্ন পথে যাসনা কোথাও, লোকে মন্দ বলবে আশা করি বাবার কথায়, সঠিক পথে চলবে। বাবা হারা আজকে এতিম, মাথায় ছাতা ছাড়া বুদ্ধি দেওয়ার কেউ নেই আজ,লাগে পাগল পারা। সংসার নামের ঘানি টানি, বাবা থাকলে সুখে আমার সময় যেতো চলে, সাহস থাকতো বুকে। বাবা হলো মাথায় মুকুট,রোদ বৃষ্টিতে সাথি জীবন গড়ার হাতিয়ার সে, দূর করে দেয় রাতি। মজনু মিয়া মির্জাপুর টাংগাইল ০১৭২৬০৩৯৮৭০. |