ভাঙ্গা গড়া
নাসরীন রেখা
২৫/৬/২০২২
পদ্মারে তোর ভাঙ্গা গড়া
একি আজব খেলা?
নিঠুর খেলা খেলতে খেলতে
কেটে দিলি বেলা।
ডিজিটালের ভীড়ে এবার
মুখ হলো রে কালো
পদ্মা পারে জ্বলে উঠলো
রংবেরঙের আলো।
দিন বদলের পালে এবার
বইছে দখিন হাওয়া
ইতিহাসের অংশ হতে
ছুটছে সবাই মাওয়া।
দিবা নিশি প্রহর গোনার
শেষ হলো রে পালা
তোর গলাতে পড়িয়ে দিলাম
লাল সবুজের মালা।
ভাঙ্গা গড়া - নাসরীন রেখা
জুলাই ০৩, ২০২২
0