Ads Area

জিয়া পুকুর - শ্রী কাজল কুমার


জিয়া পুকুর আমাদের গ্রামের পাশে জিয়া পুকুর আছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক জন দেখতে আসে। গেটের দারোয়ান নাম ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে ভিতরে ঢুকতে দেয়, পাঁচটার পরে সবাই বাড়ি ফিরে কিছুক খনের মধ্যে গেট বন্ধ হয়ে যায়। সারি সারি আছে গাছ পুকুরের দুই পারে, সারা দিন লোক জন পুকুরের পার বেড়ায় ঘুরে ঘুরে। কেউ আসে দেখতে আবার কেউ দেখে চলে যায়, জিয়া পুকুর দেখতে এসে তারা ঝাল মুড়ি কিনে খায়। যখন বশষি দিয়ে মাছ ধরার টিকিট ছারে, দূর দূরান্তর থেকে লোকজন এসে বশষী দিয়ে মাছ ধরে। লোকজন মাছ ধরার আনন্দ উপভোগ করে, পুকুরের দুই পারে মাছ ধরা দেখে সারি বেঁধে দাঁড়ে দাঁড়ে। ছেলে মেয়েরা পুকুরের পারে হাত ধরে এক সাথে ঘুরে বেড়ায়, গল্প আনন্দ হাসিতে তারা কিছুক খনের জন্য মনটা হারায়। পুকুরের চার পাশে অনেক লোকের ভির যায় পরে,

পুকুরের পারে বসে কেউ কেউ গল্প গুজব করে। জিয়া পুকুরের পাশে আছে টুপামারীর দোলা, যতো দূর চোখ যায় তিন দিকে খোলা মেলা। পুকুরের সাথে পশ্চিম দিকে আছে গাড়ি চলাচল করার রাস্তা, রাস্তার ধারের দোকান গুলোতে বসে কেউ কেউ খায় নাস্তা। ঈদের দিনে আনন্দ করতে বিভিন্ন লোক আসে জিয়া পুকুরের পারে, কত নাচ গান বাজনা হাসি খুসি হৈই চৈই যায় পরে। পুকুরে যখন জেলেরা জাল টেনে ছোট বড় মাছ ধরে, পুকুরের দুই পারে লোকজন এসে ভিড় করে। 29/6/22

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area