ঐ পাড়েতে যাবে নাকি
তিতাস নদীর মাঝি,
ভাড়া দিবো ষোল আনা
থাকো যদি রাজি।
আমায় মাঝি নিয়ে যাও
গোলাপ মাহমুদ সৌরভ
তোমার ডিঙি নায়ে,
দক্ষিণ পাড়া বাড়ি আমার
চলো একটু বায়ে।
সারি সারি ঢেউয়ের খেলা
এই যে তিতাস নদী,
তীর দুটি তার আঁকাবাঁকা
বয়ে চলে নিরবধি।
বৈঠা চলাও অনুকূলে
তিতাস নদীর মাঝি,
ভাঙ্গা নৌকা পানি ওঠে
জীবন খানি বাজি।