রবির মনের কথা তার দূরে থাকা ভালোবাসার মানুষটির জন্য এইটুকু সময় এর মধ্যেই নিজেদের একটা আলাদা পৃথিবী গড়ে তুলেছিলাম আমার দুই জনে সীমা। তুমি শিখিয়েছিলে ভালোবাসা কাকে বলে, আর আজ সেই তুমিই নেই অনেক দূরে মন টা তোমাকে দেখার জন্য ছটফট করে কিন্তু পরিবারের চাহিদা মেটাতে আজ আমি পরে আছি মরুভূমির দেশে। ভাবিনি কেও নিজের সবটুকু দিয়ে এইভাবে পাগলের মত আমায় ভালবাসবে। আমার পরিবারকে নিজের করে নেওয়া, আমাকে না জানিয়ে আমার পছন্দের জিনিস দেওয়া, আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে তুমি সীমা। কিন্তু লাগতো না আমার সুখ এর জিনিস, শুধু তুমি পাশে থাকলেই হত। নিজের হাজারো কাজের মধ্যে সময় বের করে তুমি আমাকে সময় দিতে। সময় বদলাচ্ছিলো আশপাশের মানুষ ও বদলাচ্ছিলো কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসার এতটুক বদল ও দেখতে পারিনি আমি। তুমি আমাকে যা মুহুর্ত দিয়েছ তা কখনো আমি ভুলবো না।তুমি আর থাকবে সারা জীবন আমার কাছে যখন আমার কিছুতে ভালো লাগবে ।তোমার শরীরটা হইতো আমার পাশে নেই কিন্তু তুমি এখনও আছো আমার কাছে, আমার মনের মধ্যে সীমা। আর সারাজীবনই থাকবে। তোমাকে আমি ভুলতে চাই না, তুমি আমার ছিলে আর আমারই থাকবে।।
খুব ভালোবাসি, আর সারাজীবন বাসবো সীমা।
আমি যে প্রবাসী থাকি মরুভূমির দেশে যাযাবরের মতো রবি মনের কথা সীমার জন্য