শ্যামল গাঁ
হারান চন্দ্র মিস্ত্রী
আয়রে অবুঝ ছেলে-মেয়ে
মেঠো পথে হেঁটে।
নাঙ্গা পায়ে এলি তোরা
তোদের গায়ে জামা কোথায়
কেবল হাসি মুখে
গাছের তলায় কুঁড়ে ঘরে
থাকিস তোরা সুখে!
সবুজ মনে ছুটে খেলিস
শ্যামল ঘাসের 'পরে,
শ্যামলা মেয়ের কাজল চোখে
মায়া আছে ভরে।
বাবা মায়ের সাথে মাঠে
থাকিস কাছে কাছে,
বলতো তোদের এই ভুবনে
আর কত কাজ আছে?
শ্যামল গাঁয়ের মধ্যে তোরা
রাতে জ্যোৎস্না মেখে,
নতুন দিনের স্বপ্ন দেখিস
ঘুমিয়ে এবং জেগে।
__________________
হারান চন্দ্র মিস্ত্রী
পেশা-প্রাথমিক শিক্ষক
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,