Ads Area

নষ্ট ছেলে - শ্রী কাজল কুমার


নষ্ট ছেলে
. বাবা মায়ের এক মাত্র ছেলে অনেক আদর করে দশটা পর্যন্ত ধরে ঘুমোত থাকে পরে। বাবা মায়ের কথা না শোনে সব সময় থাকে পরে ফোনে সে বাধা না মানে
যায় সে এখানে সেখানে। তারে বাধা করে কোথাও যাইতে বন্ধুদের সাথে আড্ডা যায় মারতে, তারে স্কুলে বলে যাইতে সে লেখা পড়া চায় না করতে। সঙ্গ দোষে হয়েছে খারাপ শাসন না পেয়ে, বেশি আদর পেয়ে এমন হয়েছে দেখতে হয় চেয়ে। বড়দেরকে দেয় না সন্মান পায়নি তেমন শিক্ষা, খিদার জন্য মরে গেলেও দেয় না কাউকে ভিক্ষা। সে বিড়ি সিগারেট নিশা করে আর করে অন্যের ক্ষতি, পড়ার জন্য গাইড কিনে দেয় তার নেইকো পড়ার মতি। অন্যের সাথে করে ঝগড়া বিবাদ আর করে গালাগালি, এখন সবে মদ গিলেছে, বোতল করেছে খালি। কাজ কর্ম কিছুই করে না হয়েছে শুধু বেকার, পাগলের মত কথা বলে সে বলে কিছুই নাই শেখার। প্রতি দিন রাত করিয়া বাড়ি ফেরে আড্ডা দওয়ার শেষে, নেশার ঘোরে পায় না খবর সে আছে কোন দেশে। বাবা মা তাকে ভালো হতে বলে সে কথা উড়িয়ে দেয় হেসে, এখন কিছু হচ্ছে না তার অনেক কষ্ট পাবে শেষে। আজগের দিনে দিন নয় আরো দিন আছে, সেই দিন আসলে পরে থাকবে না কেউ পাশে। ছেলে হয়েছে এতো দুষ্ট দেখতে পাচ্ছে স্পষ্ট, ছেলে এখন হয়েছে নষ্ট এখন শুধু পাচ্ছে কষ্ট। শাসন বিনে হয়েছে এমন বেশি আদর পেয়ে হয়েছে নষ্ট ছেলে এখন দেখতে হয় চেয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area