কবে হবে চালু?
নাটক দেখবো কবে
এই চিন্তায় মাথা হচ্ছে আলুথালু।
ব্যাচেলার পয়েন্ট সিজন চার
চালু করুন তাড়াতাড়ি
নচেৎ রাজপথে নামবো
করবো বাড়াবাড়ি।
ব্যাচেলার পয়েন্ট নাটক
আবার দেখতে চাই
খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক
মনে শান্তি নাই।
ব্যাচেলার পয়েন্ট নাটক
আবার দেখতে হবে,
নচেৎ মারা যাবো
মনে হয় শান্তি নেই ভবে।