"দিদিকে চ্যালেঞ্জ" ভরত মণ্ডল
~~~~~~~~~~~~~~~~~~~
এমন কি লিখলেন বইয়ে
যে সম্মানিত করলেন—
বাংলা একাডেমির পুরস্কার দিয়ে ?
সাহিত্য চর্চা এক সাধনা ,
যা এপাং ওপাং ঝপাং লিখে হয় না !
রাজ্যের মুখ্যমন্ত্রী বলে—
সাহিত্য নিয়ে ছিনিমিনি খেলো না ৷
এপাং ওপাং ঝপাং এর চেয়েও—
কত লেখা আছে শ্রেয় ,
শুধু রাজনীতির দাপটে সাহিত্যের বিচারক— সাহিত্যকেই করে দিল নিরীহ !
বিচারক খুঁজে পেলেন না শ্রেয় কবি—
খুঁজে পেলেন না শ্রেয় লেখন ,
তাই দিদিকে আমার চ্যালেঞ্জ'—
দিদি পারলে মোকাবিলা করে দেখুন !
যদি কবিতার জন্য—
দিদিকে মূর্খ বানাতে না পারি,
তবে সারা জীবন করব দিদির গোলামগিরি !
ক্ষুদ্র একটা লেখক আমি,ক্ষুদ্র আমার জ্ঞান ,
তাই আবার বলছি,কার কত ভালো লেখা—
ক্ষমতা থাকলে দিদি প্রমাণ করে দেখান ৷
~~~~~~~~~~~~~~~~~~~~~~