বর্ষা এলো --------------- রেজাউল করিম রোমেল ------------------------------ গরমের তাপদাহ ছেড়ে এল বর্ষা। আকাশে মেঘের ঘনঘটা,- নেমে এল বৃষ্টি। টুপটাপ বৃষ্টি,রিমঝিম বৃষ্টি,ঝর ঝর বৃষ্টি, অঝোর ধারায় বয়ে যাওয়া বৃষ্টি। সন্ধা হলেই পাশের ডোবা নালা আর পুকুর থেকে ভেসে আসে ব্যাঙ ডাকার শব্দ। মাঝিরা নৌকা চালায়, জেলে ভাই যায় মাছ ধরতে। জঁই কামিনী রজনীগন্ধা কদম টগর বেলী ফুলের মিষ্টি গন্ধে মন ভরে যায়। চারিদিকে হিম হিম ঠান্ডা,শান্ত পরিবেশ। বর্ষা প্রকৃতি-কে একটি অপূর্ব রূপ এনে দিয়েছে। ------------------------------ রেজাউল করিম রোমেল। চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি, যশোর। |