![]() |
ডেইজী আশরাফ |
আজ অন্তর পুড়ে কালা । পরদিন কাগজে খবর পেলাম উলটে গেছে বাস অর্ধেক মরেছে শুনে আমার শুরু হলো নাভিস্বাস। দৌড়ে গেলাম পাগলের মত খুঁজে ফিরি তার মুখ যখন লাশ খুঁজে না পাই পাই যে কত সুখ। এ ধার ও ধার খুঁজতে খুঁজতে হঠাত দেখি তার শাড়ী কাছে যেতে পা ভেঙে আসে আমার মাথায় পড়ে বাড়ি । দুই হাতে তার মাথাটি বুকে টেনে নিয়ে পড়ি ভেঙে তার ই রক্তে জামাটা আমার উঠলো তখন রেঙে । হারিয়েছি আমার সুখের জগত হারিয়েছি কোন ঠিকানায়। যাবার সময় অভিমানী আমার বলেনি তো কোনো কথা কি কথা বলতে মনে হচছে যেন মুখে তার ব্যাকুলতা । তারপর থেকে গাড়ীর শব্দে বুক ভেঙে আমার যায় নির্জন রাতে বাসের শব্দ আমাকে শুধু কাঁদায়।