Ads Area

কামনা চেপে রাখি - মজনু মিয়া




 কামনা চেপে রাখি

মজনু মিয়া 

সরলার যৌবন গাঙে জলের ঢেউ নাচে
কামড়াতে চায় সাপ বিচ্চু বিষাক্ত প্রাণী 
এ সব সয়েই সরলা কোনো রকম বাঁচে
সহজ সরল নয় টেনে চলে জীবন ঘানি। 

কাজের ফাঁকে হঠাৎ অসচেতনতায় গা
থেকে আঁচল পড়ে গেলেই জৌলুশ বেরোয় 
হাঁ করে তাকিয়ে থাকে অর্থ লোভী কুত্তা 
কুপ্রস্তাব কাজের আশায় পৌঁছে চড়ুয়।

মনে সবার কামনা থাকে কুকুরের তাই
বিবেক থাকলে চেপে থাকাই উত্তম ঠাঁই। 

মজনু মিয়া 
মির্জাপুর 
টাংগাইল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area